menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু তুমি/bondhu tumi🦜🦜

শাকিলা জাফর/খালিদ হাসান মিলুhuatong
nigara20huatong
Lyrics
Recordings
ছবি: বিক্ষোভ ।

শিল্পী: শাকিলা জাফর ও খালিদ হাসান মিলু।

অনুপ্রেরণায়: গানের পাখি পরিবার।

আপলোডার: এম এম ফেরদৌস।

গান পছন্দ: শামসুল পাখি

১ম অংশ: মেয়ে/২য় অংশ ছেলে।

মেয়ে: বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো।

ছেলে: বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাব।

***""""*****মিউজিক*****""""""""'""

মেয়ে: হাজার বছর তোমার আশায় পথ চেয়েছিলাম।

ছেলে: তোমায় আমি প্রানের চেয়েও আপন করে নিলাম।

মেয়ে: হাজার বছর তোমার আশায় পথ চেয়েছিলাম।

ছেলে: তোমায় আমি প্রানের চেয়েও আপন করে নিলাম।

মেয়ে: জীবন তুমি আমার মরণ তুমি আমার

ভাবি নি তোমায় আমি এত কাছে পাবো।

ছেলে: বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো।

******""""মিউজিক**""""'""***********

মেয়ে: তোমার বুকে মাথা রেখে মরণ যেন আসে।

ছেলে: ইহকালে পরকালে রবো তোমার পাশে।

মেয়ে: তোমার বুকে মাথা রেখে মরণ যেন আসে।

ছেলে: ইহকালে পরকালে রবো তোমার পাশে।

মেয়ে: তুমি আমার আশা আমার ভালোবাসা

ভালোবাসারই গান চিরদিনই গাবো।

ছেলে: বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো।

মেয়ে: বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমার আমি ভালবেসে যাব।

More From শাকিলা জাফর/খালিদ হাসান মিলু

See alllogo

You May Like