আমার অন্তরায় বিষের তীর মারিয়া
আমার অন্তরায় বিষের তীর মারিয়া,
আমার কলিজায় বিষের তীর মারিয়া,,,
তুমি জালাইয়া পুরাইয়া কই গেলাইগো ছাড়িয়া
আমারে জিয়ন্তে মা ড়িয়া,
বন্ধু আমারে জিয়ন্তে মাড়িয়া,
আমার অন্তরায় বিষের তীর মারিয়া,
আমার কলিজায় বিষের তীর মারিয়া,
তুমি জালাইয়া পুরাইয়া কই গেলাইগো ছাড়িয়া
আমারে জিয়ন্তে মাড়িয়া,
বন্ধু আমারে জিয়ন্তে মাড়িয়া,
কুল কলংকের মালা নিদারুনও জালা কাচা মনে কেমনে থাকি সইয়া,,,,,
তুমার পিরিতের আগুন জলেগো কইয়া কইয়া
তুমার পিরিতের আগুন জলেগো কইয়া কইয়া
দিন জায়গো কান্দিয়া কান্দিয়া
আমার অন্তরায় বিষের তীর মারিয়া,
আমার কলিজায় বিষের তীর মারিয়া,,
তুমি জালাইয়া পুরাইয়া কই গেলাইগো ছাড়িয়া
আমারে জিয়ন্তে মাড়িয়া,
বন্ধু আমারে জিয়ন্তে মাড়িয়া
নিদারুণ পিরীতি ঘটাইলো গো দুরগতি
মনো প্রান তুমারে সপিয়া,,,
আমার কলংকের ফুটা জগতে রইলো খুটা
আমার কলংকের ফুটা জগতে রইলো খুটা,,
কে দিবে কলংক মাছাইয়া
আমার অন্তরায় বিষের তীর মারিয়া,
আমার কলিজায় বিষের তীর মারিয়া,,,
তুমি জালাইয়া পুরাইয়া কই গেলাইগো ছাড়িয়া
আমারে জিয়ন্তে মাড়িয়া,
বন্ধু আমারে জিয়ন্তে মাড়িয়া
ফকির ফারুক দুশি সবাই থাক খুশি জত খুশি জাওগো জালাইয়া,,,
আমি জলিয়া পুড়িয়া সদায় থাকবো হাশিয়া
আমি জলিয়া পুড়িয়া সদায় থাকবো হাশিয়া
যা পাবার ফেলেছি হারাইয়া
আমার অন্তরায় বিষের তীর মারিয়া,
আমার কলিজায় বিষের তীর মারিয়া,,,
তুমি জালাইয়া পুরাইয়া কই গেলাইগো ছাড়িয়া আমারে জিয়ন্তে মাড়িয়া
বন্ধু আমারে জিয়ন্তে মাড়িয়া