মাটুর পুতুল কালমা পরে,
হাতের ইশারায়...
মাটির পুতুল কালমা পরে
হাতের ইশারায়......,
মরা ছেলে জিন্দা করে খাজা বাবায়
আমার খা..জা বাবায়
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
এ..ক মাটির ওপুতুল..... উল
পুজারিদের ডেকে বলে, ভুল মহা ভুল
বলো আল্লাহু রাসুল
পুজারিদের ডেকে বলে, ভুল মহা ভুল
বলো আল্লাহু রাসুল
তরাবে নায়েবে রাসুল
প্রানের ও মেলাই.....
তরাবে নায়েবে রাসুল
প্রানের ও মেলাই....
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
খাজার চরনের ধুলে.....এ
জিন্দা হয়ে মা.মা বলে,
মরা এক ছেলে দোলে মায়েরি কোলে
জিন্দা হয়ে মা.মা বলে
মরা এক ছেলে দোলে মায়েরি কোলে
সুরভি তো ফুলে ফুলে,
মায়েও ছোয়াই.....
সুরভি তো ফুলে ফুলে
মায়েও ছোয়াই........
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
তুমি....খাজার ও খাজা......আ
খাজা রানে খাজা তুমি উল্লে খাজা
আমি অধম ও পুজা
তুমি....খাজার ও খাজা......আ,
খাজা রানে খাজা তুমি উল্লে খাজা
আমি অধম ও পুজা
ক্ষম ক্ষম ক্ষমো সাজা,
নামের অছীলাই.....
ক্ষম ক্ষম ক্ষমো সাজা,
নামের অছীলাই.....
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
তুমি... খাজা মঈনদ্দিন......ইন
তোমারি কারনে পেলাম ইসলামের ও দিন
মোরা জতই হ.য় মোমিন
তুমি... খাজা মঈনদ্দিন......ইন
তোমারি কারনে পেলাম ইসলামের ও দিন
মোরা জতই হয় মোমিন
আবুলে করেছে এতিম রিদয় আংগিনায়......
আবুলে করেছে এতিম রিদয় আংগিনায়......
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়
আমার খা..জা বাবায়
মাটির পুতুল কালমা.... পরে,
হাতের ইশারায়....
মাটির পুতুল কালমা.... পরে,
হাতের ইশারায়
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায়..
আমার খা..জা বাবায়।
মরা ছেলে জিন্দা করে খা,জা বাবায় আমার খা..জা বাবায়
মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খা..জা বাবায়