# একদিন থাকবো না আমি...
প্রকৃতির খেয়ালে...সেদিন
ছবি হয়ে থাকবো ঝুলে
স্বজনের দেয়ালে...
স্বজনের দেয়ালে...
স্বজনের দেয়ালে
এক দিন থাকবনা আর আমি....
* মহা-প্রস্থানের দিনে
স্মরণ করবে কেউ
সমাধিতে ফুল দিতে
বইবে ব্যথার ঢেউ, চোখে
বইবে ব্যথার ঢেউ
# মহা-প্রস্থানের দিনে
স্মরণ করবে কেউ
সমাধিতে ফুল দিতে
বইবে ব্যথার ঢেউ
আমি সেদিন থাকবো সবার
চোখেরই আড়ালে...
চোখেরই আড়ালে....
চোখেরই আড়ালে
একদিন থাকবো না আর আমি....
# জানি না তো কোথায় যাবো
থাকবো কোথায় পড়ে....
যাবার আগে স্বজন যতো
দিও ক্ষমা করে..আমায়
দিও ক্ষমা করে....
* মায়ের আগে এই পৃথিবী
যদি ছেড়ে যাই
মায়ের কোলে-ই শেষ নিঃশ্বাস
রেখে যেতে চাই আমি
রেখে যেতে চাই...
# মায়ের আগে এই পৃথিবী
যদি ছেড়ে যাই
মায়ের কোলে-ই শেষ নিঃশ্বাস
রেখে যেতে চাই
মা যেন পায় আমার ছোঁয়া
দুটি হাত বাড়ালে...
দুটি হাত বাড়ালে...
দুটি হাত বাড়ালে...
* একদিন থাকবো না আমি..
প্রকৃতির খেয়ালে...সেদিন
ছবি হয়ে থাকবো ঝুলে
স্বজনের দেয়ালে....
স্বজনের দেয়ালে....
স্বজনের দেয়ালে
একদিন থাকবো না আর আমি...