menu-iconlogo
huatong
huatong
avatar

HQ® যখন আমি মরে যাব jokhon Ami more jabo

শিল্পীঃ মনির খানhuatong
mike_nzohuatong
Lyrics
Recordings
আমি যখন মরে যাবো

কেউ যাবেনা সঙ্গে

তোরা কেউ যাবি না সঙ্গে

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে...

দিন কাটাইলাম ঘুরে ফিরে

শুধুই নানান রঙ্গে

আমি যখন মরে যাবো

কেউ যাবেনা সঙ্গে

তোরা কেউ যাবি না সঙ্গে

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে....

দিন কাটাইলাম ঘুরে ফিরে

শুধুই নানান রঙ্গে

আমি যখন মরে যাবো.....

তোরা কেউ যাবিনা সঙ্গে....

পড়ে থাকবে রংমহল আর

সাধের অট্টালিকা...

দু দিন পরে সুন্দরী বউ

করবে একটা নিকা...

BFS

হায়রে,পড়ে থাকবে রংমহল আর

সাধের অট্টালিকা...

দু দিন পরে সুন্দরী বউ

করবে একটা নিকা...

সাদা একটা কাফন শুধু

জড়িয়ে দেবে অঙ্গে

সাদা একটা কাফন শুধু

জড়িয়ে দেবে অঙ্গে...

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে...

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে

আমি যখন মরে যাবো.....

তোরা কেউ যাবিনা সঙ্গে....

চোখ থাকিতে চোখের মর্ম

বুঝতে পারলাম না...

আমার ভেতর কে যে আমি

খুঁজতে পারলাম না....

BFS

হায়রে চোখ থাকিতে চোখের মর্ম

বুঝতে পারলাম না...

আমার ভেতর কে যে আমি

খুঁজতে পারলাম না....

কি করব আর কিনা করব

পড়েই গেলাম দ্বন্দ্বে

কি করবো আর কিনা করব

পড়েই গেলাম দ্বন্দ্বে

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে....

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে

আমি যখন মরে যাবো.....

তোরা কেউ যাবিনা সঙ্গে....

কর্মগুণে হয় ফলাফল

কপাল গুনে সুখ...

কপালেতে থাকলে লেখা

কে ঠেকাবে দুখ

BFS

হায়রে কর্মগুণে হয় ফলাফল

কপাল গুনে সুখ...

কপালেতে থাকলে লেখা

কে ঠেকাবে দুখ

নিজো গুণে অন্ধকারেও

দেখতে পারে অন্ধে

নিজো গুণে অন্ধকারেও

দেখতে পারে অন্ধে

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে...

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে

আমি যখন মরে যাবো

কেউ যাবেনা সঙ্গে

তোরা কেউ যাবি না সঙ্গে

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে...

দিন কাটাইলাম ঘুরে ফিরে

শুধুই নানান রঙ্গে

আমি যখন মরে যাবো

কেউ যাবেনা সঙ্গে

তোরা কেউ যাবি না সঙ্গে

দিন কাটাইলাম ঘুরেফিরে

শুধুই নানান রঙ্গে....

দিন কাটাইলাম ঘুরে ফিরে

শুধুই নানান রঙ্গে

আমি যখন মরে যাবো.....

তোরা কেউ যাবিনা সঙ্গে....

More From শিল্পীঃ মনির খান

See alllogo

You May Like