----------বন্ধু ভ্রমরারে ---------
আকাশ মাহমুদ এন্ড মহুয়া মুনা
চয়েজ/ লিজা L.MP ফ্যামিলি
আপলোডার শাহ আলম
স্টার মেকার বাউল সংগঠন
মেয়ে :- বন্ধু ভ্রমরারে,,,,, এ
-------বন্ধু ভ্রমরারে,,,
রসের বনমালী,,,,,,,
কোন কাননে তুমি আমার
ফোটাও ফুলের ওলি বন্ধু ভ্রমরারে,,,
ছেলে :-সখী সুন্দরীরে সখী সুন্দরীরে
মায়া রি গড়ান,,,,
আদর ও সোহাগে আমার
ভইরা ছো পরান সখী সুন্দরী রে
আপলোড বাই শাহ আলম
স্টার মেকার বাউল সংগঠন
চয়েজ /লিজা LMP ফ্যামিলি
শিল্পী / আকাশ মাহমুদ ও মহুয়া মুনা
মেয়ে :-নাকের হলে নোলক তুমি
কানের হলে দুল
গলার হলে গজ মতি
খোপার হলে ফুল
মিউজিক ফলো করুন
ছেলে :- আঙ্গুলেরি আংটি তুমি
অঙ্গে জরির জামা,,,
অন্তরের আত্মীয় তুমি
আমার প্রেম ও নামা
সখি সুন্দরীরে,,,,,,,
মেয়ে:- বন্ধু ভ্রমরারে রসের বনমালী
কোন কাননে ফোটাও তুমি
আমার ফুলের অলি বন্ধু ভ্রমরারে
ছেলে :- সুন্দরী রে ----------
মিউজিক ফলো করে গান করুন
মেয়ে :- হো হো হো হো হো হো হো হো
ছেলে :-এ- আ-হা-হা-হা হা-হা-হা-হা
মেয়ে :- হাতের হলে বালা তুমি
কপালে রো টিপ
কোমরে রো বিছা তুমি,,,
প্রেমেরও প্রদীপ
ছেলে :- হাতের হলে বাঁশি তুমি
কন্ঠের হলে সুর
কাঁধের হলে গামছা তুমি
মাথার হলে চুর
মেয়ে :- বন্ধু ভ্রমরারে বন্ধু ভ্রমরারে
রসের বনমালী,,,,,,,
কোন কাননে তুমি আমার ফোটাও
ফুলের অলি বন্ধু ভ্রমরারে
মিউজিক ফলো করুন
মেয়ে :- আওলা কেশের ক্লিপ তুমি
হৃদয়ের নকুল,,,,,
নয়নেরী কাজল তুমি নিশিতের দুপুর
মিউজিক খেয়াল করুন
ছেলে :- মুখের হলে হাসি তুমি
মুঠেরো ও রুমাল
আত্মারও কুটুম আমার
কইছে রে দুলাল,,,,,
সখি সুন্দরী রে,,,,,, এ
মেয়ে :- বন্ধু ভ্রমরা রে বন্ধু ভ্রমরা রে
রসের বনমালী,,,,,,,, ই
কোন কাননে তুমি আমার
ফুটাও ফুলের অলি বন্ধু ভ্রমরারে,,
ছেলে :-সখি সুন্দরীরে সখী সুন্দরীরে
মায়ারি গড়ান,,,,,
আদর ও সোহাগে আমার
ভইরা ছো পরান সখী সুন্দরী রে,,,
মেয়ে:- ভ্রমরারে,,,,,,,,,
ছেলে :-সুন্দরী রে,,,,,,,,,
মেয়ে :- ভ্রমরারে,,,,,,,,
অনেক ধন্যবাদ ?