menu-iconlogo
huatong
huatong
avatar

ও সাথী একবার এসে O sathi ekbar eshe

শিল্পী : রিংকুhuatong
nathanakershuatong
Lyrics
Recordings
ও সাথী একবার এসে

শিল্পী : রিংকু

কথা ও সুর: আক্কাস দেওয়ান

চাতক ফোক সিংগার গ্রুপ

ও.. সাথী...

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি

বেঁচে আছি কিনা মরে গেছি, সাথী

বেঁচে আছি কিনা মরে গেছি

ও ও..একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে.. আছি...

ও সাথী...

ভুল বুঝে চলে গেছো,

আমায় ফেলে একা

কত দিন গত হলো,

পাইনা তোমার দেখা।

ও সাথী...

ভুল বুঝে চলে গেছো,

আমায় ফেলে একা

কত দিন গত হলো,

পাইনা তোমার দেখা

সেই যে গেলে আর এলেনা

কি দোষ বলো করেছি...

সেই যে গেলে আর এলেনা

কি দোষ বলো করেছি

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি..

ও সাথী...

কি যে ব্যথা বুকের ভিতর

বুঝাবো কি করে

এত শীঘ্রই বদলে গেছো,

তুমি কি প্রকারে..

ও সাথী...

কি যে ব্যথা বুকের ভিতর,

বুঝাবো কি করে

এত শীঘ্রই বদলে গেছো,

তুমি কি প্রকারে..

আমি তো যেমনই ছিলাম, তেমনই আছি..

Music

আমি তো যেমনই ছিলাম, তেমনই আছি

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি..

চাতক ফোক সিংগার গ্রুপ

ও সাথী...

নিঃসঙ্গ জীবন আমার,

বন্দি প্রেমের জেলখানায়

তোমার কথা ভাবতে ভাবতে,

সময় তো বয়ে যায়

ও সাথী...

নিঃসঙ্গ জীবন আমার,

বন্দি প্রেমের জেলখানায়

তোমার কথা ভাবতে ভাবতে,

সময় তো বয়ে যায়

আমি আক্কাস দেওয়ান তোমার,

পথ চেয়ে আছি..

আমি আক্কাস দেওয়ান তোমার,

পথ চেয়ে আছি

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি

বেঁচে আছি কি না, মরে গেছি সাথী

বেঁচে আছি কি না, মরে গেছি

ও ও.. একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি...

একবার এসে দেখে যা ও

আমি, কত সুখে আছি

একবার এসে দেখে যা ও

আমি...কত সুখে...আছি...

ধন্যবাদ সবাইকে

More From শিল্পী : রিংকু

See alllogo

You May Like