লোকে বলে রাগ না-কি
><><><><><><><
লোকে বলে রাগ না-কি, অনুরাগের আয়না
লোকে বলে রাগ না-কি, অনুরাগের আয়না
যা বলে বলুক লোকে, সন্দেহ ভরা চোখে
যা বলে বলুক লোকে, সন্দেহ ভরা চোখে
আমি তো কারো, পানে চাই না
না চাই না
না চাই না~
আমি তো কারো, পানে চাই না~
আমি তো কারো, পানে চাই না।।
আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।
কী আর হবে অঙ্গে ধরে, নকল রূপের বায়না
ওরূপ দেখে চোখ ভুলে গো, মন ভুলানো যায় না
><><><><><><><
কী আর হবে অঙ্গে ধরে, নকল রূপের বায়না
ওরূপ দেখে চোখ ভুলে গো, মন ভুলানো যায় না
লোকে বলে চমক দিলেই
><><><><><><><
খাঁটি সোনা হয় না~
লোকে বলে চমক দিলেই, খাঁটি সোনা হয় না
যা বলে বলুক লোকে, সেকথা এনে মুখে
যা বলে বলুক লোকে, সেকথা এনে মুখে
আমি তো মন্দ, হতে চাই না
না চাই না
না চাই না~
আমি তো মন্দ হতে চাই না~
আমি তো কারো পানে চাই না..।।
আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।
মনের মাঝে ডুব না দিলে, মানিক রতন পায় না
নয়ন মুদে না তাকালে, আসল চেনা যায় না
><><><><><><><
মনের মাঝে ডুব না দিলে, মানিক রতন পায় না
নয়ন মুদে না তাকালে, আসল চেনা যায় না
লোকে বলে গরব নাকি
><><><><><><><
চিরদিন রয় না~
লোকে বলে গরব নাকি, চিরদিন রয় না
কত কথা বলে লোকে, তারা যে সব নিন্দুকে
কত কথা বলে লোকে, তারা যে সব নিন্দুকে
আমি তো বলতে, কিছু চাই না
না চাই না
না চাই না~
আমি তো বলতে, কিছু চাই না~
আমি তো কারো, পানে চাই না..
লোকে বলে রাগ না-কি, অনুরাগের আয়না
লোকে বলে রাগ না-কি, অনুরাগের আয়না~।।
~ধন্যবাদ~