গুরু গুরু গুরু মেঘ গরজে
শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
কথা ও সুর -সলিল চৌধুরী
আপলোড -তাপস
----------------
গুরু গুরু গুরু.. মেঘ গরজে..
বিজলী আকাশে আঁকা..
এখানে আমি.. ওখানে তুমি..
তবু দুজনায়..তবু দুজনায়.. একা,
গুরু গুরু গুরু.. মেঘ গরজে..
বিজলী আকাশে আঁকা..
এখানে আমি.. ওখানে তুমি..
তবু দুজনায়..তবু দুজনায়.. একা,
---------------
শোনরে ময়ূর পেখম মেলো তাথৈ নাচো এবার,
শোনরে ময়ূর পেখম মেলো তাথৈ নাচো এবার,
গাগোরি অমন গানে গানে আকাশ ভরো এবার,
সাধের বরষা নয়নে এলো যে নামি,
এখানে আমি.. ওখানে তুমি..
তবু দুজনায়..তবু দুজনায়.. একা,
গুরু গুরু গুরু.. মেঘ গরজে..
বিজলী আকাশে আঁকা..
এখানে আমি.. ওখানে তুমি..
তবু দুজনায়..তবু দুজনায়.. একা,
---------------
এসো দুজনায় নয়ন ভরে কেঁদে কেঁদে মরি,
এসো দুজনায় নয়ন ভরে কেঁদে কেঁদে মরি,
বুক ভেসে যাক দ্বিধার বাধা ভাষাক তাহার তরী,
যাওয়া আসা ভুলে মোহোকাল যাক না নামি,
এখানে আমি.. ওখানে তুমি..
তবু দুজনায়..তবু দুজনায়.
-সমাপ্ত -