আমার পাগল মনে লয়না ঘর বাড়ি
আমার পাগল মনে লয়না ঘর বাড়ি
শ্যামলও সুন্দরও রূপও আমি যেদিন হইতে হেরিগো
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি আমার পাগল মনে লয়না ঘরবাড়ি।
আমি কি আর দুঃখ ছাইড়া সইগো সুখের আশা করি
আমি কি আর দুঃখ ছাইড়া সইগো সুখের আশা করি
মনো প্রাণ দিয়াছি যারে সইগো কেমনে পাশোরী গো
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
পিপাসি চাতকির মতো সইগো অহরহ ঘুরি
পিপাসি চাতকির মতো সইগো অহরহ ঘুরি
মনে লয় যোগীনির মতো আমি হইতাম দেশান্তরি গো
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
আমার পাগল মনে লয়না ঘর বাড়ি
বাউল আব্দুল করিম বলেন সইগো অকুলের কান্ডারী
বাউল আব্দুল করিম বলেন সইগো আকুলের কান্ডারী
নামেতে কলঙ্ক রবে আমি ডুবে যদি মরে গো
আমার পাগল মনে লয়না ঘর বাড়ি
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
শ্যামলও সুন্দরও রূপও আমি যেদিন হইতে হেরি গো
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি।