menu-iconlogo
huatong
huatong
avatar

️ অচিন দেশের অচিন পাখিরে

সালাম সরকারhuatong
mortgagestarhuatong
Lyrics
Recordings
ও কয় দিন, করলে

যাওয়া আসা,, আআআ.

আমায় চাইড়ায় যদি যাইবি রে পাখি

ও তুই বানছিলে কেন বাসা রে এএ,

অচিন গামে অচিন পাখিরে কয়দিন অচিন

কতা কইয়া আমার সকল নিলিরে রে

বন্ধু আমারে কানদাইয়া রে,,এএ

অচিন গামে অচিন বন্ধু রে,,এএ

কই দিন করলা যাওয়া আসা,আআআ

চাইরাই যদি জাইবি রে পাখি বানছিলে কেন

বাসারে, অচিন গামের অচিন পাখি রে,,এএ ,,

Sajjad B M G

AND BMG ALL FAMILY

BONDHU MOHOL GROUP

এই নব রং গের

ঘড় খানা আমার

পন্চ পেমে বাধা,আআ তোরকারণে নয়টি

দরজ্জা আমি সদায় রাখছি খুলা

রে সদায় রাখছি খুলা

নব রংগের ঘড় খানা আমার পন্চ পেমে বাধা

তোরকারণে নয়টি দরজ্জা আমি সদায় রাখছি খুলা

রে,, সদায় রাখছি খুলা, সেটায় আসো সেটায়

গুমায় খেলছ পেমের বাসা,,আআআ

চাইরায় কেমনে জাইবারে বন্ধু না মিঠাইয়া

পিরিতেরও নেশা রে,, এএ

আচিন গামের অচিন পাখি রে,,এএ কয়দিন

করলে জায়া আসা আআআ চাইরাই যদি

জাইবি পাখি বানছিলে কেন বাসা

রে অছিন গামে অচিন পাখি রে,,

This track choice

Sajjad B M G

AND BMG ALL FAMILY

BONDHU MOHOL GROUP

ও রে কোতায় হতে আসে রে পাখি আবার কোতায়

চলে যাও দেখতেউ পাইনা ধরতেই পাইনা আনি

সুনি মুখের রাউয় রে

সুনি মুখের রাউয়

কোতায় হতে আস রে

পাখি রে আবার কোতায় চলে যাও

দেখতেয় পাইনা ধরতেই পারি না

আমি সুনি মুখের রাউয় রে সুনি মুখের

রাউয় কোন সুরতেই দিবা নিশি কর জায়া

আসা আআআ জানতাম যদি করতাম না

তোর সনে আমি ভালোবাসা রে,, এএএ

অচিন গামে অচিjoinন বন্ধ রে কয়দিন করলে

জায়া আসা আআআ চাইরাই যদি জমাইবি

পাখি বানছিলেন কেন বাসা রে,, এএএ

This track choice

Sajjad B M G

AND BMG ALL FAMILY

BONDHU MOHOL GROUP

ওরে আমার মাঝে তাইকা রে পাখি করলে

এত লাভ একদিন সুন কইয়া চলে জাইবি

এই বুজি সবাব রে তোর এই বুজি সবাব

তোর এই বুজি সবাব, অস্তাদ মগগুলের ফুশা

পাখি মারবে যেদিন উড়া ওরে গাইবেনা আ

র পাখির গান বেলা দিয়া গ গসা রে এএ

অচিন গামে অচিন পাখিরে এএএ

কয়দিন করলে জায়া আসা আআআ

চাইরাই যদি জাইবি যদি যাবি পাখি বানছিলি

কেন বাসা বা রে এএএ অচিন গামে অচিন পাখিরে

এএএ কয়দিন করলে জায়া আসা আআআ চাইরাই যদি

জমাইবি পাখি বানছিলে কেন বাসা রে এএএ

অচিন গামে অচিন বন্ধ রে

অচিন গামে অচিন পাখিরে এএএ

More From সালাম সরকার

See alllogo

You May Like