মেয়েঃ সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার--
সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার
তোমায় ছাড়া বন্ধু আমি
তোমায় ছাড়া বন্ধু আমি
চাইনা কিছু আর----
তুমি যে আমার
ছেলেঃ সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার--
তোমায় ছাড়া বন্ধু আমি
তোমায় ছাড়া বন্ধু আমি
চাইনা কিছু আর-----
তুমি যে আমার
ছেলে/মেয়েঃ সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার
-==আপলোড বাই মজিবুর==-
মেয়েঃ তোমার ব্যথায় ঝরে যে ফুল
গায়না পাখি গান----
তোমার সুখে ফাগুন সাজে
নদীর কলতান-----
===============
ছেলেঃ তোমার ব্যথায় ঝরে যে ফুল
গায়না পাখি গান-----
তোমার সুখে ফাগুন সাজে
নদীর কলতান-----
মেয়েঃ সেই মিলনমালার বাধন তুমি..ই.
মিলনমালার বাধন তুমি
স্বাধের অলংকার----
তুমি যে আমার
ছেলে/মেয়েঃ সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার
-==আপলোড বাই মজিবুর==-
ছেলেঃ জীবন মরন তোমার মাঝে
তুমি আমার প্রান-----
তোমায় পেয়ে ভুলে যাব দুঃখ অপমান
===============
মেয়েঃ জীবন মরন তোমার মাঝে
তুমি আমার প্রান-----
তোমায় পেয়ে ভুলে যাব দুঃখ অপমান
ছেলেঃ এই আধার পথের আলো তুমি ই--
আধার পথের আলো তুমি
আমার অহংকার-----
তুমি যে আমার
মেয়েঃ সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার
ছেলেঃ সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার
মেয়েঃ তোমায় ছাড়া বন্ধু আমি
তোমায় ছাড়া বন্ধু আমি
চাইনা কিছু আর----
তুমি যে আমার
ছেলে/মেয়েঃ সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার
সুখে দুখে জনম জনম
ওগো সাথি তুমি যে আমার
তুমি যে আমার
তুমি যে আমার
তুমি যে আমার
====ধন্যবাদ====