menu-iconlogo
huatong
huatong
--cover-image

𝙈𝙊𝙉 𝙈𝘼𝙅𝙃𝙡 𝙍𝙀 ~ 𝙅𝘼𝙕𝙋𝙀𝙍.♠️

𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️huatong
JAZPER.♠️huatong
Lyrics
Recordings
মন মাঝি রে

? ? ? ?

মনে মেঘ জমতে থাকে

পড়ে যাই দুর্বিপাকে

মনে মেঘ জমতে থাকে

পড়ে যাই দুর্বিপাকে

চিন্তা তে তোর, কাটছে প্রহর শান্তি নেই এই যন্ত্রণার,

মন মাঝি রে.. বল না কোথায়

মন মাঝি রে..

আয় ফিরে আয়

আয় ফিরে আয়,

আয় ফিরে আয়

আয় ফিরে আয়।

? ?

? ?

একা রাত, বাকা চাঁদ লাগেনা ভালো রে আর ও..

নেই রোধ নেই রং জানি নাই কিচ্ছুই করার ও..

একা রাত বাকা চাঁদ, লাগেনা ভালো রে আর,

নেই রোধ নাই রং জানি নেই কিছুই করার,

পড়ছে মনে মুখের আদোল ভাঙ্গে বুক ভাংছে পাহাড়,

মন মাঝি রে.. বল না কোথায়

মন মাঝি রে..

আয় ফিরে আয়

আয় ফিরে আয়,

আয় ফিরে আয়

আয় ফিরে আয়।

*NAYEEM JP*

নিজেকেই মনে হয় বলে দি এ সবই ভুল ও..

ঝরে জাক পড়ে যাক আদরে ফোটানো ফুল

HEEYYYEEE

নিজেকেই মনে হয় বলে দি এসবই ভুল

ঝরে জাক পড়ে যাক আদরে ফোটানো ফুল

চিন্তাতে তোর কাটছে প্রহর

শান্তি নেই এ যন্ত্রনার,

মন মাঝি রে বলনা~ কোথায়

মন মাঝি রে

আয় ফিরে আয়,

আয় ফিরে আয়,

আয় ফিরে আয়

আয় ফিরে আয়

আয় ফিরে আয়,

আয় ফিরে আয়,

আয় ফিরে আয়

আয় ফিরে আয় .

More From 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️

See alllogo

You May Like