কত সুখে আছি আমি,,মনির খান 
আপলোড,, RUMAN.W.OF.M 
কত সুখে আছি আমি জানে আমার মন 
সুখের হাসি মুখে আমার, ভীতরে শ্রাবণ 
আমার ভীতরে শ্রাবণ 
কত সুখে আছি আমি জানে আমার মন 
সুখের হাসি মুখে আমার ভিতরে শ্রাবণ 
আমার ভিতরে শ্রাবণ 
আপলোড,, RUMAN.W.OF.M 
জীবন থেকে হায় রে সুখের দিনগুলি যায় বয়ে 
নিশুতি রাত কাঁদে আমার ব্যথার দোসর হয়ে 
***** 
জীবন থেকে হায় রে সুখের দিনগুলি যায় বয়ে 
নিশুতি রাত কাঁদে আমার ব্যথার দোসর হয়ে 
কেউ জানে কি কোন আগুনে পুড়ছি সারাক্ষণ 
সুখের হাসি মুখে আমার ভিতরে শ্রাবণ 
আমার ভিতরে শ্রাবণ 
কত সুখে আছি আমি জানে আমার মন 
সুখের হাসি মুখে আমার ভিতরে শ্রাবণ 
আমার ভিতরে শ্রাবণ 
আপলোড,, RUMAN.W.OF.M 
জনম আমার যায় রে বুকের দুঃখ-কষ্ট সয়ে 
অন্তরজ্বালায় অন্তর আমার যায় রে ক্ষয়ে ক্ষয়ে 
***** 
জনম আমার যায় রে বুকের দুঃখ-কষ্ট সয়ে 
অন্তরজ্বালায় অন্তর আমার যায় রে ক্ষয়ে ক্ষয়ে 
যে বোঝার সে বোঝে না যে কি আমার বেদন 
সুখের হাসি মুখে আমার ভিতরে শ্রাবণ 
আমার ভিতরে শ্রাবণ 
কত সুখে আছি আমি জানে আমার মন 
সুখের হাসি মুখে আমার ভিতরে শ্রাবণ 
আমার ভিতরে শ্রাবণ 
কত সুখে আছি আমি জানে আমার মন 
সুখের হাসি মুখে আমার ভিতরে শ্রাবণ 
আমার ভিতরে শ্রাবণ,, 
আপলোড,, RUMAN.W.OF.M