তোমায় পেলাম এলো মনে
হাজার আলোর বন্যা
=====
তোমায় পেলাম এলো মনে
হাজার আলোর বন্যা
আজ থেকে শুধু তোমার হলাম
অন্য কারো না
অন্য কারো না সাথী অন্য কারো না
তোমায় পেলাম ভাগ্য গুনে..
শোনগো রাজ কন্যা
====P.&.H====
তোমায় পেলাম ভাগ্য গুনে
শোনগো রাজ কন্যা
আজ থেকে শুধু তোমার হলাম
অন্য কারো না
অন্য কারো না সাথী অন্য কারো না
=======P.&.H====
আমার হাতে লেখা ছিল
তোমার ভালবাসা
তাইতো এতো কাছে এলাম
পূর্ণ হলো আশা
====
জীবনেরি স্বাদ পেলাম..
আজকে নতুন করে
সুখ যেনো হাত বাড়িয়ে
এলো আমার ঘরে
সপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা-
===
সপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা
আজ থেকে শুধু তোমার হলাম
অন্য কারো না
অন্য কারো না সাথী অন্য কারো না..
=======P.&.H====
দুস্ট নদী যতই খোজুক..
এদিকে ওদিকে নিশানা
মিলবে এসে পথের শেষে
সাগর যে তার ঠিকানা
====
লাগলো হাওয়া মনের পালে
খুশির খেয়া লনে
আজকে বলো সু্যটাকে
নাইবা অস্ত গেলে
ও মনে জাগে তোমায় ঘিরে..
কত হাজার বর্ণনা
===
মনে জাগে তোমায় ঘিরে
কত হাজার বর্ণনা
আজ থেকে শুধু তোমার হলাম
অন্য কারো না
অন্য কারো না সাথী অন্য কারো না
তোমায় পেলাম এলো মনে-
হাজার আলোর বন্যা
ও তোমায় পেলাম ভাগ্য গুনে..
শোনগো রাজ কন্যা
আজ থেকে শুধু তোমার হলাম-
অন্য কারো না
হে অন্য কারো না সাথী অন্য কারো না..
অন্য কারো না সাথী অন্য কারো না -
অন্য কারো না সাথী অন্য কারো না..
ধন্যবাদ সবাইকে