গানঃ তোমার জন্য সব হারাতে পারি
শিল্পীঃ তপন চৌধুরী
>>>>>>>><<<<<<<<<<
Uploaded By __Tipu__
>>>>>>>><<<<<<<<<<
তোমার জন্য সব,হারাতে পারি..
হারাতে পারিনা সুধু এ জীবন...
তোমার জন্য সব,হারাতে পারি....
হারাতে পারিনা সুধু এ জীবন...
জীবনের জন্য, তোমাকে আমার..
সবচেয়ে বেশি প্রয়োজন....
তোমার জন্য সব,হারাতে পারি..
হারাতে পারিনা সুধু এ জীবন....
>>>>>>>><<<<<<<<<<
Uploaded By __Tipu__
>>>>>>>><<<<<<<<<<
আমার বাগান থেকে
সব ফুল... উজাড় করে..
দিতে পারি তোমার... দু হাত ভরে..
আমার বাগান থেকে
সব ফুল.. উজাড় করে..
দিতে পারি তোমার.. দু হাত ভরে
তোমারি প্রতিক্ষায়,অশ্রু ঝরে যায়
তোমাকে, দেখবে দু'নয়ন..
তোমার জন্য সব, হারাতে পারি...
হারাতে পারিনা সুধু এ জীবন...
>>>>>>>><<<<<<<<<<
Uploaded By __Tipu__
>>>>>>>><<<<<<<<<<
আমার আকাশ জুড়ে
যত গ্রহ.. তারা জ্বলে..
জড়িয়ে দেব সুধু.... ঐ আঁচলে..
আমার আকাশ জুড়ে
যত গ্রহ.. তারা জ্বলে
জড়িয়ে দেব সুধু...ঐ আঁচলে..
তোমারি অপেক্ষায়,অন্তর পুড়ে যায়
তোমাকেই খুঁজবে পোড়া মন...
তোমার জন্য সব,হারাতে পারি..
হারাতে পারিনা সুধু এ জীবন...
জীবনের জন্য,তোমাকে আমার...
সবচেয়ে বেশি প্রয়োজন....
হো...তোমার জন্য সব, হারাতে পারি..
হারাতে পারিনা সুধু এ জীবন...
Thank You🙏🙏🙏