menu-iconlogo
huatong
huatong
avatar

Padma Setu Kije sundor Ahare

Abanti Sithihuatong
alirsa3huatong
Lyrics
Recordings
আমার গ্রাম এবার যাবে শহরে (শহরে, শহরে)

পদ্মা সেতু কী যে সুন্দর আহা রে (আহা রে, আহা রে)

আমার গ্রাম এবার যাবে শহরে (শহরে, শহরে)

পদ্মা সেতু কী যে সুন্দর আহা রে (আহা রে, আহা রে)

পুকুরের মাছ, ক্ষেতের সবজি, গাভীর খাঁটি দুধ

ওম ভাঙ্গা ডিমে হাসের আদর পিঠা, লাল চালের খুদ

গ্রামের রান্না শহরে আসবে, সকালটা চনমনে

শহরও এবার গ্রামকে পাবে মাটির সোঁদা ঘ্রাণে

পদ্মা সেতু শহর-গ্রামের করেছে মেলবন্ধন

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শেখ হাসিনা, অভিনন্দন

পদ্মা সেতু শহর-গ্রামের করেছে মেলবন্ধন

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শেখ হাসিনা, অভিনন্দন

এবার হাসবে দক্ষিণ বাংলা, এক মুঠোয় বাংলাদেশ

বিশ্ব দেখবে অবাক চোখে আমরা আছি বেশ

এবার হাসবে দক্ষিণ বাংলা, এক মুঠোয় বাংলাদেশ

বিশ্ব দেখবে অবাক চোখে আমরা আছি বেশ

পুকুরের মাছ, ক্ষেতের সবজি, গাভীর খাঁটি দুধ

ওম ভাঙ্গা ডিমে হাসের আদর পিঠা, লাল চালের খুদ

গ্রামের রান্না শহরে আসবে, সকালটা চনমনে

শহরও এবার গ্রামকে পাবে মাটির সোঁদা ঘ্রাণে

পদ্মা সেতু মাইলফলক, আমাদের উন্নয়ন

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শেখ হাসিনা, অভিনন্দন

পদ্মা সেতু শহর-গ্রামের করেছে মেলবন্ধন

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শেখ হাসিনা, অভিনন্দন

বাড়বে ব্যবসার প্রচার-প্রসার, উন্নয়ন ঘরে ঘরে

ন্যায্য মূল্যে হাসবে কৃষক, বৈষম্য যাবে সরে

বাড়বে ব্যবসার প্রচার-প্রসার, উন্নয়ন ঘরে ঘরে

ন্যায্য মূল্যে হাসবে কৃষক, বৈষম্য যাবে সরে

পুকুরের মাছ, ক্ষেতের সবজি, গাভীর খাঁটি দুধ

ওম ভাঙ্গা ডিমে হাসের আদর পিঠা, লাল চালের খুদ

গ্রামের রান্না শহরে আসবে, সকালটা চনমনে

শহরও এবার গ্রামকে পাবে মাটির সোঁদা ঘ্রাণে

পদ্মা সেতু আমার বাংলার কোটি প্রাণের স্পন্দন

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শেখ হাসিনা, অভিনন্দন

পদ্মা সেতু শহর-গ্রামের করেছে মেলবন্ধন

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শেখ হাসিনা, অভিনন্দন (শেখ হাসিনা, অভিনন্দন)

More From Abanti Sithi

See alllogo

You May Like