আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে...
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে...
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
সাজন ফুলের বাসন দিয়ারে...
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
arrange shymoon
to get more sonr,go to my profile
& click on song
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে..
ও পাখি রে..................
এ জীবন যাবার কালে রে....
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে...
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি