menu-iconlogo
logo

Tumi Ki Dekhecho Kobhu

logo
avatar
Abdul Jabbarlogo
mustangwoman2004logo
Sing in App
Lyrics
তুমি কি দেখেছো কবু

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু

আমিতো দেখেছি কত যে স্বপ মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আমিতো দেখেছি কত যে স্বপ মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে যে কি চাই

স্বার্থের টানে প্রিয়জন কেনো দূরে সরে যায়

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে যে কি চাই

স্বার্থের টানে প্রিয়জন কেনো দূরে সরে যায়

ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কার নয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু

Tumi Ki Dekhecho Kobhu by Abdul Jabbar - Lyrics & Covers