menu-iconlogo
huatong
huatong
abir-biswas--cover-image

এক দিন মাটির ভিতরে হবে ঘর

Abir Biswashuatong
mrss_starhuatong
Lyrics
Recordings
একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর

রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর

রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর

প্রান পাখি ওরে যাবে, পিঞ্জর ছেড়ে...

ধরাধামই সবই রবে, তুমি যাবে চলে

বন্ধু বান্ধব যত, মাতা পিরা তারা সূতো

বন্ধু বান্ধব যত, মাতা পিরা তারা সূতো

সকলই ভবে তোমার পর

রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্মচর, গলে পচে যাবে...

শিরা উপশিরা গুলি, ছিন্নভিন্ন হবে

মুন্ড মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড

মুন্ড মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড

পরে রবে মাটিরও উপর, রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর, রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর

রুপেরই গৌরবে, সাজিয়াছো সাজ

সোনা দানা কত কি আর, রাজকী পোশাক

যেদিন প্রাণও চলে যাবে, সবই পরে রবে

প্রাণও চলে যাবে, সবই পরে রবে

গায়ে দেবে মা্কি নুঠান

রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর, রে মন আমার

কেনো বান্ধ দালান ঘর....

More From Abir Biswas

See alllogo

You May Like