menu-iconlogo
huatong
huatong
avatar

Ontohin (Duet)

Adit/Elita Karimhuatong
sabymcbealhuatong
Lyrics
Recordings
এসো, হাত ধরো হাতে

চলো অন্তহীন পথে

এসো, তুমি আর আমি

দু′চোখে স্বপ্ন হয়ে নামি

এসো, হাত ধরো হাতে

চলো অন্তহীন পথে

এসো, তুমি আর আমি

দু'চোখে স্বপ্ন হয়ে নামি

রেখো না বারণ, তুমি করো না মানা

ফুলেরা পথে সাজায় বিছানা

রেখো না বারণ, তুমি করো না মানা

ফুলেরা পথে সাজায় বিছানা

শাসন বারণ কিছুই থাকবে না

থাকবে হারিয়ে যাওয়ার ঠিকানা

এসো, তুমি আর আমি

দু′চোখে স্বপ্ন হয়ে নামি

হেমন্তে রোদ না তো ছায়া

জোছনা ভাসা পূর্ণিমা রাত

হেমন্তে রোদ না তো ছায়া

জোছনা ভাসা পূর্ণিমা রাত

দেখবো প্রথম সুর, জানো কি?

দু'জনে প্রথম প্রভাত

দেখবো প্রথম সুর, জানো কি?

দু'জনে প্রথম প্রভাত

এসো, তুমি আর আমি

দু′চোখে স্বপ্ন হয়ে...

More From Adit/Elita Karim

See alllogo

You May Like