menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Kotha Mone Pore

Aditi Chakrabortyhuatong
MonojProvakarMandalhuatong
Lyrics
Recordings
Song - Tomar Kotha Mone Pore

Singer - Aditi Chakraborty

Lyrics - Miltoo Ghosh

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

তুমি জানো না তো আমার

ছিলে কত

যে আপনার

তুমি জানো না তো আমার

ছিলে কত

যে আপনার

সে স্মৃতি

দু'চোখ বেয়ে

অশ্রু হয়ে

অঝোর ঝরে...

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

যে কথা

বলব তোমায়

ছিল আশা

সে কথা

বলতে কেন

পাই নি ভাষা

যে কথা

বলব তোমায়

ছিল আশা

সে কথা

বলতে কেন

পাই নি ভাষা

সে যেন বোবা হয়ে

রয়ে রয়ে

কেঁদে মরে...

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

কত যে তোমায়

বেসেছিলাম ভালো

সে কি আজ

ভাঙ্গা ঘরে

চাঁদের আলো?

কত যে তোমায়

বেসেছিলাম ভালো

সে কি আজ

ভাঙ্গা ঘরে

চাঁদের আলো?

এ হৃদয়

যখন আমার

মুখর হল

সে কেন

কাছে এসে

হারিয়ে গেল

এ হৃদয়

যখন আমার

মুখর হল

সে কেন

কাছে এসে

হারিয়ে গেল

সে স্মৃতি

ধূপের মতো

অবিরত

আকুল করে

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

তুমি জানো না তো আমার

ছিলে কত যে আপনার

তুমি জানো না তো আমার

ছিলে কত যে আপনার

সে স্মৃতি

দু'চোখ বেয়ে

অশ্রু হয়ে

অঝোর ঝরে...

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে

কেন জানিনা যে শুধু

তোমার কথাই

মনে পড়ে...

More From Aditi Chakraborty

See alllogo

You May Like