menu-iconlogo
huatong
huatong
avatar

️ New বুকের মাঝে দেখ তোমারই নাম

Agun/Effat Ara Nargishuatong
bushawfebhuatong
Lyrics
Recordings
প্রথম পার্ট ছেলে দ্বিতীয় পার্ট মেয়ে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

তোমায় ছেড়ে আমি স্বর্গ পেলেও

কখনো যাবো না আমি সেখানে..

কখনো যাবো না আমি সেখানে

আ..আ..আ...

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

তোমায় ছেড়ে আমি স্বর্গ পেলেও

কখনো যাবো না আমি সেখানে..

কখনো যাবো না আমি সেখানে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

ধন্যবাদ মনির ভাই খুব সুন্দর একটা

মিউজিক আমাকে গিফট করার জন্য

তুমি সুখে আমার শত দুঃখেও আমার

তুমি ছাড়া কেউ নেই পৃথিবীতে আর

তুমি সুখে আমার শত দুঃখেও আমার

তুমি ছাড়া কেউ নেই পৃথিবীতে আর

সাথী হয়ে তুমি নেই যেখানে

কখনো যাবো না আমি সেখানে..

কখনো যাবো না আমি সেখানে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

তুমি আশা আমার ভালোবাসা আমার

তুমি ছাড়া হৃদয়ে নেই কিছু আর

তুমি আশা আমার ভালোবাসা আমার

তুমি ছাড়া হৃদয়ে নেই কিছু আর

এই তুমি ওগো নেই যেখানে

কখনো যাবো না আমি সেখানে..

কখনো যাবো না আমি সেখানে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

তোমায় ছেড়ে আমি স্বর্গ পেলেও

কখনো যাবো না আমি সেখানে..

কখনো যাবো না আমি সেখানে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

তোমায় ছেড়ে আমি স্বর্গ পেলেও

কখনো যাবো না আমি সেখানে..

কখনো যাবো না আমি সেখানে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

বুকের মাঝে দেখ তোমারই নাম

আর কিছু নেই এখানে

°°°°°ধন্যবাদ°°°°°

More From Agun/Effat Ara Nargis

See alllogo

You May Like