menu-iconlogo
huatong
huatong
avatar

Mostofa Mostofa

Ahmed Imtiaz Bulbulhuatong
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓhuatong
Lyrics
Recordings
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

তোর আমার বন্ধুত্ব ভাঙ্গে যদি কোনদিন

জীবন দিব ইস্তফা

মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

স্বর্গ কি নরকে যাবি তুই যেখানে

বন্ধু তোর পিছে পিছে যাবো সেখানে

এই জগত সংসারে নাই কিছু প্রয়োজন

দুই বন্ধু একই সাথে থাকবো আমরণ

তোর দুঃখী আমার দুখ

তোর সুখি আমার সুখ

জীবনে সবই ভাগ করে নেব রে

এক বর্ণও মিথ্যে নয় যদি তবু এমন হয়

তোর জন্য জান আমি দিয়ে দেবো রে

মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

আরে তোর আমার বন্ধুত্ব ভাঙ্গে যদি কোনদিন

জীবন দিব ইস্তফা

দুনিয়াতে কত লোক এত লোকের বাজারে

তোকে রেখেছি আমার বুকের মাঝারে

তোর আমার বন্ধুত্ব যেন উপর ওয়ালার দান

এক হয়ে মিশে গেছে যেন দুটি প্রাণ

আসে যদি কভু ঝড় হয় যদি কভু পর

তোকে আমি খুজে নেব পরকালেরে

তোর আমার দুটি মন বাধা রবে আজীবন

দুই বন্ধু আমার প্রেমের মায়াজালেরে

মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

তোর আমার বন্ধুত্ব ভাঙ্গে যদি কোনদিন

জীবন দিব ইস্তফা..

মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা

আমি তোর বন্ধু মোস্তফা

More From Ahmed Imtiaz Bulbul

See alllogo

You May Like