মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা
তোর আমার বন্ধুত্ব ভাঙ্গে যদি কোনদিন
জীবন দিব ইস্তফা
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা
স্বর্গ কি নরকে যাবি তুই যেখানে
বন্ধু তোর পিছে পিছে যাবো সেখানে
এই জগত সংসারে নাই কিছু প্রয়োজন
দুই বন্ধু একই সাথে থাকবো আমরণ
তোর দুঃখী আমার দুখ
তোর সুখি আমার সুখ
জীবনে সবই ভাগ করে নেব রে
এক বর্ণও মিথ্যে নয় যদি তবু এমন হয়
তোর জন্য জান আমি দিয়ে দেবো রে
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা
আরে তোর আমার বন্ধুত্ব ভাঙ্গে যদি কোনদিন
জীবন দিব ইস্তফা
দুনিয়াতে কত লোক এত লোকের বাজারে
তোকে রেখেছি আমার বুকের মাঝারে
তোর আমার বন্ধুত্ব যেন উপর ওয়ালার দান
এক হয়ে মিশে গেছে যেন দুটি প্রাণ
আসে যদি কভু ঝড় হয় যদি কভু পর
তোকে আমি খুজে নেব পরকালেরে
তোর আমার দুটি মন বাধা রবে আজীবন
দুই বন্ধু আমার প্রেমের মায়াজালেরে
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা
তোর আমার বন্ধুত্ব ভাঙ্গে যদি কোনদিন
জীবন দিব ইস্তফা..
মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা
আমি তোর বন্ধু মোস্তফা