menu-iconlogo
huatong
huatong
aiyub-bachchu-koshto-pete-bhalobashi-cover-image

Koshto Pete Bhalobashi

Aiyub Bachchuhuatong
nere01huatong
Lyrics
Recordings
কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়

কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়

আশা নয়, না বলা ভাষা নয়

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

বুকের একপাশে রেখেছি

জলহীন মরুভূমি

ইচ্ছে হলে যখন-তখন

অশ্রুফোঁটা দাও তুমি

তুমি চাইলে আমি দেবো

অথৈ সাগর পাড়ি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

যখন আমার কষ্টগুলো

প্রজাপতির মতো উড়ে

বিষাদের সবক'টা ফুল

চুপচাপ ঝরে পড়ে

আমার আকাশ জুড়ে মেঘ

ভরে গেছে ভুলে

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়

কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়

আশা নয়, না বলা ভাষা নয়

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

More From Aiyub Bachchu

See alllogo

You May Like