menu-iconlogo
huatong
huatong
ajaharul-islam-ma-lo-ma-coke-studio-bangla-season-3-cover-image

Ma Lo Ma Coke Studio Bangla Season 3

Ajaharul Islamhuatong
➢AᴊᴀʜᴀʀᴜL𖣘ᴴᴷ𖣘✧🅱&🅆✧huatong
Lyrics
Recordings
Ma_Lo_Ma___Coke_Studio_Bangla___Season_3___Pritom_Hasan_X_Sagor_Dewan_X_Arif_Dewan_X_Aly_Hasan...!

মা লো মা, ঝি লো ঝি

বইন লো বইন, করলাম কী?

রঙ্গে ভাঙ্গা নৌকা

বাইতে আইলাম গাঙ্গে

⟨Coke Studio Bangla Season 3⟩

মা লো মা, ঝি লো ঝি

বইন লো বইন, আমি করলাম কী?

রঙ্গে ভাঙ্গা নৌকা

বাইতে আইলাম গাঙ্গে

মা লো মা, ঝি লো ঝি

বইন লো বইন, আমি করলাম কী?

রঙ্গে ভাঙ্গা নৌকা

বাইতে আইলাম গাঙ্গে

ছিলাম শিশু, ছিলাম ভালা

না ছিলো সংসারের জ্বালা

সদাই থাকিতাম মায়ের সঙ্গে এ

ছিলাম শিশু, ছিলাম ভালা

না ছিলো সংসারের জ্বালা

সদাই থাকিতাম মায়ের সঙ্গে

আমার দেহেতে আইলো জুয়ানি

উজান বহে গাঙ্গের পানি..

ওই কামিনী বসিলো ভাব অঙ্গে

ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে

মা লো মা, ঝি লো ঝি

ও বইন লো বইন, আমি করলাম কী?

রঙ্গে ভাঙ্গা নৌকা

বাইতে আইলাম গাঙ্গে

মা লো মা, ঝি লো ঝি

ও বইন লো বইন, আমি করলাম কী?

রঙ্গে ভাঙ্গা নৌকা

বাইতে আইলাম গাঙ্গে

⟨Coke Studio Bangla Season 3⟩

ভাই, এই এইযে এদিকে

ও এ বড়ো ভাই

এই উপরওয়ালা পাঠাইসে মায়েরই কোলে

বুঝি নাই দুনিয়াতে কি খেলা চলে

সবাই তো আদর করতো, ও লে লে লে লে

যৌবন যায় ঝাউবনেতে সংসারের ছলে

আমার রঙিন দুনিয়ায় কি আর সাদা কালা চলে

ডাইলের মজা তলে যদি ভালো মতো গলে

ঠিক মতো বাইতে পারলে ভাঙ্গা নৌকাও চলে

ভাইয়া, সাঁতার না জানা থাকলে ডুইবা মরবেন জলে

হুম, আপনি কি ভাবতেসেন ভাই

আপনার নৌকায় Leak আসে?

আমি তো দেখতেসি ভাই আপনার নৌকা ঠিক আসে

জীবনের চলার পথে নাই নাই ভি দিক আসে

সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আসে

দুনিয়া ঘুরতাসে, কে ঘুরায় খুঁজতে হইবো

বিষয়টা বুঝতে হইবো, খাইয়া মুখ মুছতে হইবো

জীবনের তরী বাইয়া জায়গামতো যাইতে হবে

তরিকা সবারই এক ভাঙ্গা নৌকা বাইতে হইবো

দুনিয়ায় আইসি কিছুই ছিল না অঙ্গে

ভালো কাজ ছাড়া কিছু যাইবো না সঙ্গে

রায়হান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে

রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইসে গাঙ্গে

রঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা

ভাই আপনিই গান

⟨Coke Studio Bangla Season 3⟩

ছিলাম জুয়ান হইলাম বুড়া

লইড়া গেছে বাঁকা গোড়া

গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে এ..

⟨Coke Studio Bangla Season 3⟩

ছিলাম জুয়ান হইছি বুড়া

লইড়া গেছে বাঁকা গোড়া

গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে..এ.

ও তাই ভেবে কয় মুসাফির ভাইয়ে

চিন্তা করো আপন মনে এ..~

মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে

ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে

মা লো মা, ঝি লো ঝি

ও বইন লো বইন, আমি করলাম কী?

রঙ্গে ভাঙ্গা নৌকা

বাইতে আইলাম গাঙ্গে

মা লো মা, ঝি লো ঝি

ও বইন লো বইন, আমি করলাম কী?

রঙ্গে ভাঙ্গা নৌকা

বাইতে আইলাম গাঙ্গে

⟨Coke Studio Bangla Season 3⟩

(Black And White Family)

(up by Ajaharul Islam)

(Thank–You)

More From Ajaharul Islam

See alllogo

You May Like