menu-iconlogo
huatong
huatong
akash-mahmud-ami-takar-ek-machine-cover-image

আমি টাকার এক মেশিন Ami Takar Ek Machine

Akash Mahmudhuatong
rclawrencehuatong
Lyrics
Recordings
ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ

দোজখের অন্য নাম কি সু দূরে প্রবাস

ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ

দোজখের অন্য নাম কি সু দূরে প্রবাস

বছর ঘুড়ে আসে বছর আমি গুনি দিন

আর কতটা সাজাই পাবো সুখের সে হরিণ

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

যে সবার সুখের জন্য হায় বেস্ত রাত দিন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমরা সবাই বন্ধু গ্রুপ

আমি কেমন আছি কি খেয়েছি রাখে না কেউ খুঁজ

আমার চোখের জলে মরুভূমি তৃষ্ণা মিটায় রোজ

ও ও বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন

কেউ বা চায় লেপটপ আর কেউ বা দামি ফোন

কারো চাওয়া ব্যর্থ হলে মুখ করে মলিন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

যে সবার সুখের জন্য হায় বেস্ত রাত দিন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

জানি সবার কাছে আমার চেয়ে টাকার বেশি দাম

শুধু সূর্য জানে প্রতি টাকায় জোড়ায় কত ঘাম

গানের শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

ওও আমায় দেখে মরন হাসে কান্না করে মান

তারার সাথে কথা বলেই জুড়াই বেকুল প্রান

বোবা ভাষায় বাবা ও বলে বাকি সুদের রীন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

যে সবার সুখের জন্য হায় বেস্ত রাত দিন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ

দোজখের অন্য নাম কি সু দূরে প্রবাস

বছর ঘুড়ে আসে বছর আমি গুনি দিন

আর কতটা সাজাই পাবো সুখের সে হরিণ

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

যে সবার সুখের জন্য হায় বেস্ত রাত দিন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

আমি টাকার এক মিশেন

More From Akash Mahmud

See alllogo

You May Like