menu-iconlogo
logo

লাল শাড়ি লাল টিপ

logo
avatar
Akash Senlogo
𝄞-SK.SOBUG-⑅⃝💚࿐logo
Sing in App
Lyrics
লাল শাড়ি লাল টিপ

আকাশ সেন

(মেয়ে):- লা লা লা লা লা লা লা

(ছেলে):-লাল শাড়ি পইরা লাল টিপ পইরা

লাল শাড়ি পইরা লাল টিপ পইরা

বেলি ফুলের মালা খানা দিও খোঁপাতে

হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে

তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে

তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

লা লা লা লা লা লা লা লা লা লা লা

?-SK.SOBUG-⑅⃝?࿐

(মেয়ে):- কাছে কাছে থাকলে তুমি লাগেনা ভয়

দুজন মিলে দুলবো প্রেমের নাগরদোলায়

কাছে কাছে থাকলে তুমি লাগেনা ভয়

দুজন মিলে দুলবো প্রেমের নাগরদোলায়

(ছেলে):- রিনিক ঝিনিক রেশমি চুড়ি পরো দুহাতে

তুমি রিনিক ঝিনিক রেশমি চুড়ি পরো দুহাতে

হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে

তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে

তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

?-SK.SOBUG-⑅⃝?࿐

(মেয়ে):- ডালে ডালে রঙিন ফুলের রঙের মেলায়

সবুজ হবে মনটা আমার তোমার ছোঁয়ায়

ডালে ডালে রঙিন ফুলের রঙের মেলায়

সবুজ হবে মনটা আমার তোমার ছোঁয়ায়

(ছেলে):- ঝিলিক মিলিক স্বপ্ন দেব কাজল চোখেতে

আমি ঝিলিক মিলিক স্বপ্ন দেব কাজল চোখেতে

হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে

তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

(ছেলে):- আরে লাল শাড়ি পইরা লাল টিপ পইরা

বেলি ফুলের মালা খানা দিও খোঁপাতে

(মেয়ে):- হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে

তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

(ছেলে+মেয়ে):- হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে

তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

(ছেলে):- লা লা লা লা লা লা লা লা লা লা লা

ধন্যবাদ

লাল শাড়ি লাল টিপ by Akash Sen - Lyrics & Covers