menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Moton Ke Ache

Akasshhuatong
quiksilver64huatong
Lyrics
Recordings
আমার মতন...কে আছে বলো

বাসবে তোমায়....এতো ভালো

আমার মতন...কে আছে বলো

বাসবে তোমায়....

এতো ভালো

আমি মনেরি দেয়ালে, সুখের খেয়ালে

জেলেছি যে তোমার আলো

তুমি চোখের আড়ালে, কখনো হারালে

হয়ে যাবো এলোমেলো

আমার মতন...কে আছে বলো

বাসবে তোমায়....এতো ভালো

আমার মতন, কে আছে বলো

বাসবে তোমায়, এতো ভালো

গানটি কেউ কপি করবেন না

নতুন গানের জন্য আমার সংবুক দেখুন

হা হা হা

হো... স্বপ্নেরি মোহনায়,

সাজিয়েছি যে তোমায়

ভুলে যাব কি করে..?

তোমারি ছায়া যে, ফেলেছে মায়া যে

জীবনের পথ জুড়ে

স্বপ্নেরি মোহনায়, সাজিয়েছি যে তোমায়

ভুলে যাব কি করে..?

তোমারি ছায়া যে, ফেলেছে মায়া যে

জীবনের পথ জুড়ে

আমি মনেরি দেয়ালে, সুখের খেয়ালে

জেলেছি যে তোমার আলো

তুমি চোখের আড়ালে, কখনো হারালে

হয়ে যাবো এলোমেলো

আমার মতন...কে আছে বল

বাসবে তোমায়....এতো ভালো

আমার মতন...কে আছে বল

বাসবে তোমায়....এতো ভালো

কোনো গানের রিকুয়েষ্ট থাকলে জানাবেন

গানে লাইক দিয়ে পাশে থাকবেন

হো... চোখেরি ইশারায়, রেখেছি পাহারায়

যেতে দেবো না দূরে

তুমি হীন আমি যে, শুধু পাগলামী যে

হৃদয়টা ভবগুরে...

চোখেরি ইশারায়, রেখেছি পাহারায়

যেতে দেবো না দূরে...

তুমি হীন আমি যে, শুধু পাগলামি যে

হৃদয়টা ভবগুরে...

আমি মনেরি দেয়ালে, সুখেরি খেয়ালে

জেলেছি যে তোমার আলো

তুমি চোখের আড়ালে, কখনো হারালে

হয়ে যাব এলোমেলো

আমার মতন...কে আছে বল

বাসবে তোমায়....এতো ভালো

আমার মতন...কে আছে বল

বাসবে তোমায়....এতো ভালো

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য

More From Akassh

See alllogo

You May Like