menu-iconlogo
huatong
huatong
avatar

বরিশাইল্লার মন বুঝলি না

aktarhuatong
🐰⃝❤𝑨𝒌𝒕𝒂𝒓.𝑯❤⃝🕊𝑱𝑴𝑪💖⃝🇧🇩huatong
Lyrics
Recordings
ছেলেঃ বরিশাইল্লার মন বুঝলি না ওরে ঢাকাইয়া..

ও মনু, বরিশাইল্লার মন বুঝলি না ওরে ঢাকাইয়া..

চান্দের দ্যাশে লইয়া যামু

চান্দের দ্যাশে লইয়া যামু

আমি তোরে ভাগাইয়া..

মেয়েঃ বরিশাইল্লার মন চাই নারে আমি ঢাকাইয়া..

যা যা, বরিশাইল্লার মন চাই নারে আমি ঢাকাইয়া..

চান্দের দ্যাশে শখ নাই যাবার

চান্দের দ্যাশে শখ নাই যাবার

পারলে নিস তুই ভাগাইয়া...

ছেলেঃ আরে, বরিশাইল্লার মন বুঝলি না ওরে ঢাকাইয়া..

ছেলেঃ বুঝলি নারে সুন্দরী..

মজনুর প্রেমে, নাই রে ভেজাল নাই দুই নম্বরি..

মেয়েঃ চলন বলন, তোর সবি..

হাফ লেডিসের, মতো যেনো.......

মজনু রে...

খোঁজ না বান্ধবী... হা.

ছেলেঃ খেলিস না তুই

মেয়েঃ হই.

ছেলেঃ ছিনি মিনি

মেয়েঃ আহা.

ছেলেঃ লাইলি মজনুর

মেয়েঃ হা.

ছেলেঃ প্রেম কাহিনীর পোষ্টার দিমু লাগাইয়া..

মেয়েঃ বরিশাইল্লার মন চাই নারে আমি ঢাকাইয়া..

ছেলেঃ আরে, বরিশাইল্লার মন বুঝলি না ওরে ঢাকাইয়া..

মেয়েঃ পাগলেরো, সাধ জানি..

একবার যদি, জেল হাজোতের খাইস রে ডাইল পানি..

ছেলেঃ পালাইয়া তুই, কই যাবি..

আমার মতো, পাগল প্রেমিক..........

লাইলি রে...

বলনা কই পাবি...হা..

মেয়েঃ কইস না মিছা

ছেলেঃ হা.

মেয়েঃ ভালোবাসি

ছেলেঃ হু.

মেয়েঃ কচু গাছে

ছেলেঃ হা.

মেয়েঃ দেনা ফাঁসি, আজরাইল থাকবো তাকাইয়া...

ছেলেঃ বরিশাইল্লার মন বুঝলি না ওরে ঢাকাইয়া..

মেয়েঃ যা যা, বরিশাইল্লার মন চাই নারে আমি ঢাকাইয়া..

ছেলেঃ ও মনু, চান্দের দ্যাশে লইয়া যামু

চান্দের দ্যাশে লইয়া যামু

আমি তোরে ভাগাইয়া..

মেয়েঃ আরে, বরিশাইল্লার মন চাই নারে আমি ঢাকাইয়া..

More From aktar

See alllogo

You May Like