আমার ময়না টিয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া
আমার ময়না টিয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া
তুমি মান করনা ও সোনারচান
শোনো প্রানের প্রিয়া
তুমি মান করনা ও সোনারচান
শোনো প্রানের প্রিয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া
আমার ময়না টিয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া
অস্থির গানের রাজ্য (OGR)
পছন্দের গান পেতে আমার
Songbook থেকে ঘুরে আসুন
দুই ফালি ধান বেচিয়া
কিনমুগো লাল শাড়ি
সেই শাড়ি পিন্দিয়াগো তুমি
আইবা আমার বাড়ি
দুই ফালি ধান বেচিয়া
কিনমুগো লাল শাড়ি
সেই শাড়ি পিন্দিয়াগো তুমি
আইবা আমার বাড়ি
মাঝে মাঝে মাইরো উকি
ঘুমটাখান তুলিয়া
তুমি মাঝে মাঝে মাইরো উকি
ঘুমটাখান তুলিয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া
আমার ময়না টিয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া
নয়া ধানের চিড়া কুটমু
ঘরের চাকা দই
দেখবা কত মজা লাগে
আরো ভাজমু খই
নয়া ধানের চিড়া কুটমু
ঘরের চাকা দই
দেখবা কত মজা লাগে
আরো ভাজমু খই
কইচি বাইমু তুমি আমি
খেতার তলে বইয়া
হাইগো কইচি বাইমু তুমি আমি
খেতার তলে বইয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া
আমার ময়না টিয়া
আগন মাসের ধান তুলিয়া
করমু তোমায় বিয়া