ও বন্ধু নিলেনা খবর,,,
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর,,,,
বন্ধু নিলেনা খবর,,,
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর,,,,
তোর আশার আশায় থাকি
নিলেনা খবর,,,,
তোর আশার আশায় থাকি
নিলেনা খবর
বন্ধু নিলেনা খবর
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর
ও বন্ধু নিলেনা খবর,,,,
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর,,।।
নিদয়া নিঠুর রে বন্ধু
পাষান রে মন তোর
ও-ও- নিদয়া নিঠুর রে বন্ধু
পাষান রে মন তোর
তোর সাথে কইরা পিরিতি ভাঙ্গিলো অন্তর,,
তোর সাথে কইরা পিরিতি ভাঙ্গিলো অন্তর
বন্ধু নিলেনা খবর,,,
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর
বন্ধু নিলেনা খবর
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর,,।।
বুঝাইলে বুঝেনা মনে
সদাই পাগল তোর
ও-ও-বুঝাইলে বুঝেনা মনে
সদায় পাগল তোর
তোর পিরিতে ছারলাম আমি সাদের বাড়ি ঘর
তোর পিরিতে ছারলাম আমি সাদের বাড়ি ঘর
বন্ধু নিলেনা খবর
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর
বন্ধু নিলেনা খবর
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর,,।।
আশায় আশায় পাগল রাজু বানছে মনে ঘর
ও-ও-আশায় আশায় পাগল রাজু বানছে মনে ঘর
আশার ঘর ভাঙ্গিয়া দিয়া করলায় দেশান্তর
আশার ঘর ভাঙ্গিয়া দিয়া করলায় দেশান্তর
বন্ধু নিলেনা খবর
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর
বন্ধু নিলেনা খবর
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর
তোর আশার আশায় থাকি নিলেনা খবর
তোর আশার আশায় থাকি নিলেনা খবর
বন্ধু নিলেনা খবর
দিন যায় মাস যায় শেষ হয়রে বছর,,।।