আজকে আমার নতুন গানে
খুঁজে পাবো বাঁচার মানে
নদীর মতো চঞ্চল শুরে
স্বপ্ন নিলাম আপন করে
লা লা লা, লা লা লা, লা
লা লা লা লা লা
আজকে আমার নতুন গানে
খুঁজে পাবো বাঁচার মানে
নদীর মতো চঞ্চল শুরে
স্বপ্ন নিলাম আপন
ভালোবাসা তোমায় কাছে ডাকে শোনো......
ভালোবাসা তোমায় কাছে ডাকে শোনো......
সাথী যদি চাও সাথে
ভালোবেসে ডাকো তবে
আয় আয় আয় আয় আয়
আয় আয় আয় আয় আয়
ঘুম ঘুম রাতে আশা জাগে
রিমঝিম বৃষ্টি অনুরাগে
চেনা জীবন রোগিং লাগে
ছিল যদি জানো আগে
ভালোবাসা তোমায় কাছে ডাকে শোনো.....
ভালোবাসা তোমায় কাছে ডাকে শোনো.....
সাথী যদি চাও পথে
ব্যথা ভুলে ডাকো তাকে
আয় আয় আয় আয় আয়
আয় আয় আয় আয় আয়
সা গা ঘা পা পানি নিসা
ঘারে সা গা মাপা ঘা পারে ধানি
নিরে ধাপা নিধাপা নিরে সা
সানি সা পানি সা পামা রে সা
ভালোবাসা রেখে বাজি
কতো টুকু দিতে রাজি
ও ও ও আ আ আ
ভালোবাসা রেখে বাজি
কতো টুকু দিতে রাজি
কতো টুকু দিতে রাজি
জীবনের কাছে চাওয়া
স্বপ্ন আর পাওয়া ছাওয়া
কজনে বা খুঁজে পাই
আশা তবু কাছে ডাকে
আয় আয় আয় আয় আয়
আয় আয় আয় আয় আয়
ও ও ও ও ও ও ও ও ও
আ আ আ আ আ আ
দুটি চোখে ছবি আঁখা
কতো কথা আছে লেখা
হম হম আ আ আ আ
দুটি চোখে ছবি আঁখা
কতো কথা আছে লেখা
কতো কথা আছে লেখা
ভালোলাগে অপলকে
ভালোবেসে চেয়ে থাকা
নীরবে কি নীরবতা
ইসরাতে কাছে ডাকে
আয় আয় আয় আয় আয়
আয় আয় আয় আয় আয়
আয় আয় আয় আয় আয়
আয় আয় আয় আয় আয়