menu-iconlogo
huatong
huatong
avatar

Chatali Bela Sheshe ( Ek Jhak Pakhi )

Amar Bhai......TMhuatong
❤️🕺🇮🇳🔱™️Amar™️🔱🇮🇳💃🥺huatong
Lyrics
Recordings
-: Bengali Album Ek Jhak Pakhi :-

Singer's :- Srikanto Acharya Sir

?▀▄▀▄ AMAR ▄▀▄▀?

1

2

3

চৈতালি বেলা শেষে ☀️

যখন রাঙিয়ে গেলে আমার এ মন ?

তখনো দেখিনি আমি ?

আরো কি যে বলে ছিল ?

তোমার নয়ন, তোমার নয়ন ?️?️

চৈতালি বেলা শেষে ☀️

যখন রাঙিয়ে গেলে আমার এ মন ?

তখনো দেখিনি আমি ?

আরো কি যে বলে ছিল ?

তোমার নয়ন, তোমার নয়ন ?️?️

?▀▄▀▄ AMAR▄▀▄▀?

এক রাস ফুলে ফুলে ????

যে সুর দিয়েছো ছড়িয়ে ????

আমি আজ তার সুধা নিয়েছি কুরিয়া ?

এক রাস ফুলে ফুলে ????

যে সুর দিয়েছো ছড়িয়ে ????

আমি আজ তার সুধা নিয়েছি কুরিয়া ?

আমার সাগরের ঢেউ আর ঢেউএ লেগেছে দোলন ?️?

আমার সাগরের ঢেউ আর ঢেউএ লেগেছে দোলন ?️?

চৈতালি বেলা শেষে ☀️

যখন রাঙিয়ে গেলে আমার এ মন ?

তখনো দেখিনি আমি ?

আরো কি যে বলে ছিল ?

তোমার নয়ন, তোমার নয়ন ?️?️

?▀▄▀▄ AMAR▄▀▄▀?

1

2

3

এ ঝরা পাতার দিনে ডাকলে যখন আমাকে ?☘️

বসন্ত বাহারে পাবো কি তোমাকে ?‍♂️?‍♀️

এ ঝরা পাতার দিনে ডাকলে যখন আমাকে ?☘️

বসন্ত বাহারে পাবো কি তোমাকে ?‍♂️?‍♀️

পাওয়া না পাওয়ার এই ?‍♂️

আশা নিরাশার মাঝে রয়েছি এখন ?‍♂️

পাওয়া না পাওয়ার এই ?‍♂️

আশা নিরাশার মাঝে রয়েছি এখন ?‍♂️

চৈতালি বেলা শেষে ☀️

যখন রাঙিয়ে গেলে আমার এ মন ?

তখনো দেখিনি আমি ?

আরো কি যে বলে ছিল ?

তোমার নয়ন, তোমার নয়ন ?️?️

????????THINK YOU ????????

www.amar1920@gmail.com.pvt.ltd

More From Amar Bhai......TM

See alllogo

You May Like