menu-iconlogo
huatong
huatong
avatar

Mago Tor Kanna Ami

Ananyahuatong
H.PUTUL_🆆🅴huatong
Lyrics
Recordings
মাগো..

তোর কা....ন্না

আমি..সইতে পারি না..

দোহায় মা আমার লাইগা....

আ…র কানদিস না..

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

<===H.PUTUL_WE===>

মায়ের চোখে কান্না এলে..

ছেলের খুশি যায় গো চলে

সবব্যাথা মা সহে যে তোর

কান্না সহে না…

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

<===Hamid_WE===>

খুঁজতে গিয়ে ছেলের খুশি...

হারিয়ে গেছে মায়ের হাসি

মায়ের চোখের পানির দামে

খুশি নিব না..

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

ও আল্লাহ…….

আল্লাহ তুমি আছ কোথায়..

দুঃখী জনের তুমি সহায়

আমার ডাকে দাও গো সাড়া

নীরব থেকো না..

আমার মায়ের কান্না আমি সইতে পারি না

দোহায় ও আল্লাহ তুমি নীরব থেকো না

* সকল মায়েদের কে সম্মান করুন*

তোমার দয়ার এতো সুনা..ম

তবু আমি এতিম হলাম

আমার মতো এতিম আল্লাহ

কাউকে করো না

আমার মায়ের কান্না আমি

সইতে পারি না..

দোহায় ও আল্লাহ্ তুমি নিরব থেকো না

আমার মায়ের কান্না আমি

সইতে পারি না..

দোহায় ও আল্লাহ্ তুমি নিরব থেকো না

*** ধন্যবাদ **

More From Ananya

See alllogo

You May Like