তোর জন্য মন কাঁদে সারাক্ষণ
পাইনি তো তোর কাছে ঠাঁই
কষ্ট দ্বিগুণ বুকেতে আগুন
আমি যেন জ্বলেপুড়ে ছাই
বারে বারে তোর কাছে কেন ছুটে আসি
যেখানেই কষ্ট পাই রাশি রাশি
তুই সুখে থাক আমি চাই, ও
তোর জন্য মন কাঁদে সারাক্ষণ
পাইনি তো তোর কাছে ঠাঁই
আমারই অবুঝ মন বোঝে না তো কিছু
আজও কেন নিতে চায় তোরই পিছু
আজও কেন ভুলে যায় তুই পাশে নেই
কষ্ট কালোতে আমি ডুবে রই
বারে বারে তোর কাছে কেন ছুটে আসি
যেখানেই কষ্ট পাই রাশি রাশি
তুই সুখে থাক আমি চাই, ও
তোর জন্য মন কাঁদে সারাক্ষণ
পাইনি তো তোর কাছে ঠাঁই
দুখেরই হাওয়া বয় মনে অকারণ
জেগে থাকে সংশয় মনে সারাক্ষণ
কী করে ভুলবো বল আমাকে
মরণ যে নেয় না কেন আমাকে
বারে বারে তোর কাছে কেন ছুটে আসি
যেখানেই কষ্ট পাই রাশি রাশি
তুই সুখে থাক আমি ছাই, ও
তোর জন্য মন কাঁদে সারাক্ষণ
পাইনি তো তোর কাছে ঠাঁই