menu-iconlogo
huatong
huatong
avatar

চোখেরই আড়ালে যেওনা তুমি Chokheri Arale Jeona Tumi

Andrew Kishore/Kanak Chapahuatong
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️huatong
Lyrics
Recordings
ছেলেঃ -হে হেহে....হোও..ও..ও

মেয়েঃ -ওহো..হো.. হো ..ও..ও

মেয়েঃ চোখেরই আড়ালে যেওনা তুমি

তোমাকে হারালে মরবো আমি

ও যায় যায় প্রান যায়

না দেখে তোমায়

ও চায় চায় মন চায়

এ বুকে তোমায়

ছেলেঃ চোখেরই আড়ালে যেওনা তুমি

তোমাকে হারালে মরবো আমি

ও যায় যায় প্রান যায়

না দেখে তোমায়

ও চায় চায় মন চায়

এ বুকে তোমায়

মেয়েঃ রাতকে ছাড়া রাতেই তারা

জ্বলে কী বলো ?

তুমি ছাড়া আমি এলোমেলো

মেয়েঃ রাতকে ছাড়া রাতেই তারা

জ্বলে কী বলো ?

তুমি ছাড়া আমি এলোমেলো

ছেলেঃ দিবা রাতি চির সাথী তুমি আমার

আমি তোমার .....

মেয়েঃ চোখেরই আড়ালে যেওনা তুমি

ছেলেঃ তোমাকে হারালে মরবো আমি

মেয়েঃ ও যায় যায় প্রান যায়

না দেখে তোমায়

ছেলেঃ ও চায় চায় মন চায়

এ বুকে তোমায়

ছেলেঃ শূন্য হৃদয় বুঝেনা সময়

খোঁজে তোমাকে

কাছে তোমায় পেতে শুধু ডাকে

?ছেলেঃ শূন্য হৃদয় বুঝেনা সময়

খোঁজে তোমাকে

কাছে তোমায় পেতে শুধু ডাকে

মেয়েঃ গানে গানে কানে কানে

শুনো এবার..

তুমি আমার ......

ছেলেঃ চোখেরই আড়ালে যেওনা তুমি

তোমাকে হারালে মরবো আমি

ও যায় যায় প্রান যায়

না দেখে তোমায়

ও চায় চায় মন চায়

এ বুকে তোমায়

ছেলেঃ চোখেরই আড়ালে যেওনা তুমি

তোমাকে হারালে মরবো আমি

ও যায় যায় প্রান যায়

না দেখে তোমায়

ও চায় চায় মন চায়

এ বুকে তোমায়

More From Andrew Kishore/Kanak Chapa

See alllogo

You May Like

চোখেরই আড়ালে যেওনা তুমি Chokheri Arale Jeona Tumi by Andrew Kishore/Kanak Chapa - Lyrics & Covers