তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
আর কিছু জীবনে পাইবা না পাই
বাদন হারা মনটা আমার
শাষন বারোন মানে না
তোমারি প্রেমে পাগল পরান
আর কিছুতু জানে না
চোখের স্বপ্ন তুমি, বুকের কাফন তুমি
কত আপন তুমি, জানা নাই, নাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
আর কিছু জীবনে পাইবা না পাই
সারাটি জীবন ছায়ার মতন
আমারি পাসে থাকোনা
বুকের ঘরে জতন করে
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরন তুমি
কত আপন তুমি জানা নাই, নাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
আর কিছু জীবনে পাইবা না পাই