menu-iconlogo
huatong
huatong
avatar

সবার জীবনে প্রেম আসে

Andrew Kishore/Rizia Parveenhuatong
༺𒆜𝐌𝐎𝐙I𝐁𒆜༻🌀🆉🅼🅻🌀huatong
Lyrics
Recordings
লিরিক্সঃ সবার জীবনে প্রেম…

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন

সিনেমাঃ ভাঙচুর

ছেলেঃ সবার জীবনে প্রেম আসে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

মেয়েঃ সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

মেয়েঃ এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

ছেলেঃ এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

মেয়েঃ এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

ছেলেঃ এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

মেয়েঃ প্রেমের স্মৃতি যেন সুখের কাটা

যায়না খোলা কভু তারে

ছেলেঃ সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

ছেলেঃ প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,

প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।

মেয়েঃ প্রেম আছে বলে আছে অনেক আশা,

বুকের গভীরে বাধে বাসা।

ছেলেঃ প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,

প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।

মেয়েঃ প্রেম আছে বলে আছে অনেক আশা,

বুকের গভীরে বাধে বাসা।

ছেলেঃ প্রেমের ছবি যদি প্রাণে আঁকে

যায় না মোছা কভু তারে।

মেয়েঃ সবার জীবনে প্রেম আসে,

তাইতো সবাই ভালবাসে।

প্রথম যারে লাগে ভাল,

যায় না ভুলা কভু তারে।

ছেলে/মেয়েঃ সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালবাসে।

প্রথম যারে লাগে ভাল,

যায় না ভুলা কভু তারে।

সবার জীবনে প্রেম আসে

More From Andrew Kishore/Rizia Parveen

See alllogo

You May Like