?সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা
সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা
ফুল তুলো সুন্দরী কন্যা
আউলাইয়া কেশ আরে ও ও ও
কোন বা ঘরে থাকো তুমি
কোন বা তোমার দেশ
সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা
সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা
??প্রাণ ভ্রমরারে
গুণগুণাইয়া গান গাইয়োনা
প্রাণ ভ্রমরারে
গুণগুণাইয়া গান গাইয়োনা
আমার বাড়ী যাইয়ো বন্ধু
পশ্চিম পাড়া বর আরে ও ও ও
ভেজা ভেজা গলার বাগান
তুব দোয়ারী ঘর
প্রাণ ভ্রমরারে
গুণগুণাইয়া গান গাইয়োনা
আমার বাড়ী যাইয়ো বন্ধু
বইতে দিমু পিড়া
জল পান করিতে দিমু
সালিধানে চিড়া
আউলা ধানের ঠাসা চিড়া
বিন্নি ধানের খৈই আরে ও ও ও
গাছে পাকা শবড়ী কলা
গামছা বাধা দই
প্রাণ ভ্রমরারে
গুণগুণাইয়া গান গাইয়োনা
প্রাণ ভ্রমরারে
গুণগুণাইয়া গান গাইয়োনা
?তুমি তো রাজার কন্যা
আমি যে রাখাল
দারোয়ানেরা নাগাল পাইলে
ঘটাইবে জনযাল
তোমার বাড়ীর দেয়াল গিরা
আমার পড়ান কাপে আরে ও ও ও
জানতে পাইলে আমার মাথা
কাটবে তোমার বাপেগো
সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা
সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা
??দারোয়ানের দিয়া যাইও
কাদের গামছা খানি
বাপজানে চরণ ধইরা রেহাই চাইমু আমি
বাপেরে পার্থীমু আমি
ভয়তো নাহি করি আরে ও ও ও
রেহাই না পাই তোমাই লইয়া
হইমু দেশান্তরি
প্রাণ ভ্রমরারে
গুণগুণাইয়া গান গাইয়োনা
প্রাণ ভ্রমরারে
গুণগুণাইয়া গান গাইয়োনা
?তোমার সনে হইলো তবু
ভালোবাসাবাসি
ফুলবাগানে আইসো তুমি
বাজাইলে বাশি
আসমানে জাগিবে চাঁদ
জাগবে গাংঙ্গের ঢেউ আরে ও ও ও
সেইনা হালে যাইবো কন্যা
জানবে না আর কেউরে
সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা
সুরের বাশিরে
ফুলের কানে সুর দিওনা।