তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান আমার
সুখেরই বাগান
তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান আমার
সুখেরই বাগান
তুমি আছো সবই আছে এই জীবনে
কত যে সুখের ছবি ভাসে নয়নে
তুমি আছো সবই আছে এই জীবনে
কত যে সুখের ছবি ভাসে নয়নে
যেনো এ জীবনে হয়না কভু
সুখের অবসান আমার
সুখের অবসান
তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান আমার
সুখেরই বাগান
কিছু সুখ কিছু আশা এই তো জীবন
কোনোদিনও ছিঁড়বেনা মায়ার এ বাঁধন
কিছু সুখ কিছু আশা এই তো জীবন
কোনোদিনও ছিঁড়বেনা মায়ার এ বাঁধন
তাই এতটুকু দূরে গেলে
বাঁচেনা যে প্রাণ আমার
বাঁচেনা যে প্রাণ আমার
তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান আমার
সুখেরই বাগান
তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান আমার
সুখেরই বাগান
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান আমার
সুখেরই বাগান