menu-iconlogo
huatong
huatong
andrew-kishoresabina-yasmin-tumi-amar-koto-chena-bangla-song--cover-image

তুমি আমার কতো চেনা

Andrew Kishore/Sabina Yasmin tumi amar koto chena bangla songhuatong
salsagirlhuatong
Lyrics
Recordings
সে কি জানো না

তুমি আমার কতো চেনা

সে কি জানো না

তুমি আমার কতো চেনা

সে কি জানো না

এই জীবনের আশা তুমি

তুমি যে ঠিকানা

ছেলেঃ তুমি আমার কতো চেনা

সে কি জানো না

তুমি আমার কতো চেনা

সে কি জানো না

এই জীবনের আশা তুমি

তুমি যে ঠিকানা

তুমি আমার কতো চেনা

সে কি জানো না

ছেলেঃ ভালবাসা কারে যে বলে

ভালবেসে তুমি শেখালে

এত কাছে এলো গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে

মেয়েঃ ভালবাসা কারে যে বলে

ভালবেসে তুমি বোঝালে

এত কাছে এলো গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে

ছেলেঃ তুমি আমার কতো চেনা

সে কি জানো না

মেয়েঃ তুমি আমার কতো চেনা

সে কি জানো না

মেয়েঃ আমি শুধু তোমাকে পেতে

এসেছি গো এই জগতে

বেঁধে নেবো ভাগ্য আমার

বন্ধু তোমারই সাথে

ছেলেঃ আমি শুধু তোমারই হতে

এসেছি গো এই জগতে

বেঁধে নেবো ভাগ্য আমার

বন্ধু তোমারই সাথে

মেয়েঃ তুমি আমার কতো চেনা

সে কি জানো না

তুমি আমার কতো চেনা

সে কি জানো না

ছেলেঃ এই জীবনের আশা তুমি

তুমি যে ঠিকানা

মেয়েঃ তুমি, আমার কতো চেনা

সে কি জানো না

ছেলেঃ তুমি,আমার কতো চেনা

সে কি জানো না

সবাইকে ধন্যবাদ

More From Andrew Kishore/Sabina Yasmin tumi amar koto chena bangla song

See alllogo

You May Like