menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake Bhalobese Bachbo

Andrew Kishore/Shakila Zaforhuatong
ninijetthuatong
Lyrics
Recordings
তোমাকে ভালোবেসে বাঁচবো

তোমাকে ভালোবেসে মরবো

তোমাকে ভালোবেসেই বাঁচবো

তোমাকে ভালোবেসে মরবো

তুমি কাছে কিবা দূরে থাকো

নাই বা মনে রাখো

তবুও তোমায় আমি ডাকবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

তোমাকে ভালোবেসে বাঁচবো

তোমাকে ভালোবেসে মরবো

তোমাকে ভালোবেসে বাঁচবো

তোমাকে ভালোবেসে মরবো

তুমি কাছে কিবা দূরে থাকো

নাই বা মনে রাখো

তবুও তোমায় আমি ডাকবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

ও প্রিয়া রে, তোমায় আমি রাখবো যে ধরে

যেতে আমি দেবো না দূরে

সারাজীবন আমরা দু'জন

সারাজীবন আমরা দু'জন প্রেমের ডানা মেলে উড়বো

আমি তোমার কাছেই ফিরে আসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

ও সাথী রে, তোমায় ছেড়ে থাকি কী করে

মনটা পাগল তোমারই সুরে

কাছে এসো, ভালোবাসো

কাছে এসো, ভালোবাসো

প্রেমের সাগরে আমি ভাসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

তোমাকে ভালোবেসে বাঁচবো

তোমাকে ভালোবেসে মরবো

তোমাকে ভালোবেসে বাঁচবো

তোমাকে ভালোবেসে মরবো

তুমি কাছে কিবা দূরে থাকো

নাই বা মনে রাখো

তবুও তোমায় আমি ডাকবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

আমি তোমার কাছেই ফিরে আসবো

More From Andrew Kishore/Shakila Zafor

See alllogo

You May Like