menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-indubala-go-cover-image

ইন্দুবালা গো Indubala Go

Andrew Kishorehuatong
zid_starshuatong
Lyrics
Recordings
ইন্দুবালা গোওওওওও

তুমি কোন আকাশে থাকো,

জোৎস্না কারে মাখো,

কার উঠোনে পড়ো ঝড়িয়া।

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারই প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো।

মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে,

একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে।

party room NO-121563-&-117433

মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে,

একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে।

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে,

অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাঁচে।

স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে,

অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাঁচে।

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া।

ইন্দুবালা গোওওওওও

তুমি কোন আকাশে থাকো,

জোৎস্না কারে মাখো,

কার উঠোনে পড়ো ঝড়িয়া।

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িলা।।

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

More From Andrew Kishore

See alllogo

You May Like