তোমায় নিয়ে লেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি
তুমি যে মান অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরই ভেলা...
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা...
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা,
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
হুম হুম হুম হুম হুম হুম হুম
লা লা লা লা লা লা