তুমি..... সুখে থেকো
তুমি...ভালো থেকো
এই শুভ কামনা জানাই
তোমার ঘরে জনম ধরে
বাজুক সুখের সানাই
তুমি..... সুখে থেকো
তুমি...ভালো থেকো
এই শুভ কামনা জানাই
তোমার ঘরে জনম ধরে
বাজুক সুখের সানাই
আগামীর দিনগুলো তোমার যেনো
আনন্দ হাসিগানে সাজানো থাকে
আগামীর দিনগুলো তোমার যেনো
আনন্দ হাসিগানে সাজানো থাকে
তোমায় উজার করে ভালোবাসে যেনো
জীবন সংগী করে নিয়েছ যাকে
হো............হুম..হুম
তুমি..... সুখে থেকো
তুমি...ভালো থেকো
এই শুভ কামনা জানাই
তোমার ঘরে জনম ধরে
বাজুক সুখের সানাই
নতুন আশা নিয়ে নতুন করে
তোমার প্রেমের ঘর হোক সুন্দর,
নতুন আশা নিয়ে নতুন করে
তোমার প্রেমের ঘর হোক সুন্দর
কখনো ভাংগেনা যেনো এই সংসার
স্বপ্ন ভাংগা কোনো বৈশাখী ঝড়
হো.........হুম...হুম
তুমি..... সুখে থেকো
তুমি...ভালো থেকো
এই শুভ কামনা জানাই
তোমার ঘরে জনম ধরে
বাজুক সুখের সানাই
তুমি..... সুখে থেকো
তুমি...ভালো থেকো
এই শুভ কামনা জানাই
তোমার ঘরে জনম ধরে
বাজুক সুখের সানাই..!