menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi chole jeona o sathi amar

Andru Kishorhuatong
SheikhJayedhuatong
Lyrics
Recordings
তুমি চলে যেওনা

ও সাথী আমার

একবার চাও ফিরে চাও

তুমি চলে যেওনা

ও সাথী আমার

একবার চাও ফিরে চাও

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

যাও যাও বলে যাও

তুমি যাও যাও বলে যাও

তুমি চলে যেওনা,

ও সাথী আমার

একবার চাও ফিরে চাও

সুখের সেই দিন গুলি মনে পড়ে

ব্যথায় ভরে এই বুক

সুখের সেই দিন গুলি মনে পড়ে

ব্যথায় ভরে এই বুক

চোখের পাতায় শুধু বেশে উঠে

তোমার চেনা সেই মুখ

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

যাও যাও বলে যাও

তুমি যাও যাও বলে যাও

তুমি চলে যেওনা

ও সাথী আমার

একবার চাও ফিরে চাও

কেমন করে বলো ভুলে যাবো

ভালোবাসার সেই গান

কেমন করে বলো ভুলে যাবো

ভালোবাসার সেই গান

তোমার প্রাণের সাথে মিশে আছে

প্রেমের পাগল এই প্রাণ

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

যাও যাও বলে যাও

তুমি যাও যাও বলে যাও

তুমি চলে যেওনা

ও সাথী আমার

একবার চাও ফিরে চাও

তুমি চলে যেওনা

ও সাথী আমার

একবার চাও ফিরে চাও

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি

যাও যাও বলে যাও

তুমি যাও যাও বলে যাও

তুমি চলে যেওনা

ও সাথী আমার

একবার চাও ফিরে চাও

More From Andru Kishor

See alllogo

You May Like