পাড়ার ঠুকলে ঠ্যাং খোড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রন্জনা আমি আর আসবোনা
রন্জনা আমি আর আসবো না
arranged shymoon
ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবীতে ছিল না যে হায়
মসজিদে যেতে হয় তাই জোর
করে যাই বছরে দু একবার
ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবীতে ছিল না যে হায়
মসজিদে যেতে হয় তাই জোর
করে যাই বছরে দু একবার
বাংলায় সত্তর পাই আমি e am এ
ভালো লাগে খেতে ভাত মাছ
গাজা সিগারেট আমি কোনটাই ছুঁই না
পারিনা চড়তে কোন গাছ
চশমাটা খুলে মুশকিলে পরি
দাদা আমি এখনও যে ইস্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবনা
পারবনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রন্জনা আমি আর আসবোনা
রন্জনা আমি আর আসবো না
বুঝব কি করে আমি তোমার ঐ মেঝ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদা গিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়
বুঝব কি করে আমি তোমার ঐ মেঝ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদা গিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়
তাও যদি বলতাম হিন্দুর ছেলে
আমি নিলু বিলু কিংবা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভেভেভ্যাবেচ্যাকা খাই
চশমাটা খুলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইস্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবনা
পারবনা হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রন্জনা আমি আর আসবোনা
রন্জনা আমি আর আসবো না
সত্যি কারের প্রেম জানিনাতো
কি সেটা যাচ্ছে জমে home task
লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেল টা
কান্না পাচ্ছে সারারাত
সত্যি কারের প্রেম জানিনাতো
কি সেটা যাচ্ছে জমে home task
লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেল টা
কান্না পাচ্ছে সারারাত
হিন্দু কি জাপানী জানিনা তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেল টা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবনা ছাড়তে এ ঠ্যাং
চশমাটা খুলে মুশকিলে পড়ি
দাদা আমি এখও যে ইস্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবনা
পারবনা হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রন্জনা আমি আর আসবোনা
রন্জনা আমি আর আসবো না
পাড়ার ঠুকলে ঠ্যাং খোড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রন্জনা আমি আর আসবোনা
রন্জনা আমি আর আসবো না
রন্জনা আমি আর আসবোনা
রন্জনা আমি আর আসবো না