menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Sundori Maiya

Ankur mahamudhuatong
Siddhartha Hazrahuatong
Lyrics
Recordings
এক সুন্দর মাইয়া আমার

মন নিলো কাড়িয়া

পারো যদি তোমরা তারে

দাও গো আনিয়া দাও গো আনিয়া

না পাইলে তার দেখা

যাবো রে মরিয়া যাবো রে মরিয়া

এক সুন্দরী…

এক সুন্দর মাইয়া আমার

মন নিলো কাড়িয়া

পারো যদি তোমরা তারে

দাও গো আনিয়া দাও গো আনিয়া

ওরে প্রথম দেখার কালে তারে

লেগেছিলো ভালো

মুচকি হাসি দিয়া সে

কই চলে গেলো

তার কথা ভেবে আমার

অন্তর দেয় কাঁদিয়া

বেহায়া মনটা-রে

বোঝাইবো কি দিয়া বোঝাইবো কি দিয়া

না পাইলে তার দেখা

যাবো রে মরিয়া যাবো রে মরিয়া

এক সুন্দরী …

এক সুন্দর মাইয়া আমার

মন নিলো কাড়িয়া

পারো যদি তোমরা তারে

দাও গো আনিয়া (x2)

হেই,কাজল কালো আঁখি রে তার

ঘন কালো চুল

সেই চুলে গাঁথা ছিল

রক্ত জবা ফুল

তার জন্যে জীবন আমার

ধরতে পারি বাজি

সাত সমুদ্র তেরো নদী

পাড়ি দিতেও রাজি

না পাইলে তার দেখা

যাবো রে মরিয়া

এক সুন্দরী ..

এক সুন্দর মাইয়া আমার

মন নিলো কাড়িয়া

পারো যদি তোমরা তারে

দাও গো আনিয়া

More From Ankur mahamud

See alllogo

You May Like

Ek Sundori Maiya by Ankur mahamud - Lyrics & Covers