menu-iconlogo
huatong
huatong
avatar

Chad Tara By Miles [ Up : Subconscious ]

ANTAKhuatong
♛-𝓼ꪊ𝕓cοƞ𝓼c𝙞οꪊš___🎭huatong
Lyrics
Recordings
চাঁদ, তারা, সূর্য নও তুমি

নও পাহাড়ি ঝর্ণা

যদি বলি ফুল, তবুও হবে ভুল

তোমার তুলনা হয় না

চাঁদ, তারা, সূর্য নও তুমি

নও পাহাড়ি ঝর্ণা

যদি বলি ফুল, তবুও হবে ভুল

তোমার তুলনা হয় না

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে রও, স্বপ্নগুলো আমার

ভেঙে যাবে, জানো না

গল্প, কবিতা আর কাব্য লিখি

তোমার চোখে চেয়ে থেকে

সুন্দর আমার পৃথিবী দেখি

আহা..... আ.......হা.....

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে রও, স্বপ্নগুলো আমার

ভেঙে যাবে, জানো না

জীবন চলার পথে জানি

তুমিই প্রথম দিয়েছো দেখা

ভুল বুঝে কোনোদিনও

আমায় তুমি করো না একা

আহা..... আ.......হা.....

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে রও, স্বপ্নগুলো আমার

ভেঙে যাবে, জানো না

চাঁদ, তারা, সূর্য নও তুমি

নও পাহাড়ি ঝর্ণা

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয় না

চাঁদ, তারা, সূর্য নও তুমি

নও পাহাড়ি ঝর্ণা

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয় না

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে রও, স্বপ্নগুলো আমার

ভেঙে যাবে, জানো না

More From ANTAK

See alllogo

You May Like